ফাইজুল ইসলাম বরিশাল সদর প্রতিনিধি: মৌসুমি বায়ু ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় এলাকার সব নদ-নদীতে পানি বেড়েছে। বরিশালে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টায় কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্ট এলাকায় পূর্ণ জোয়ারের সময় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান জানান, বরিশালে কীর্তনখোলার বিপৎসীমা ২.৫৫, আর সকালে ছিল ২.৬০। পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী নিচু এলাকাগুলো জোয়ারের সময় পানিতে তলিয়ে যায়। তবে ৬ ঘণ্টা পর ভাটার সময় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সোমবার রাত থেকে থেমে থেমে বরিশাল নগরেতে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত এবং সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, বৃষ্টি এবং বিরূপ আবহাওয়ার কারণে নদ-নদীতে পানি কিছুটা বেড়েছে।
Enter
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।