‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৯ টা হতে ময়মনসিংহ রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে ২য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর প্রথম ইভেন্ট (দৌড়)‌‌‌ পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দূরত্বে দৌড় দিয়ে অতিক্রম পরীক্ষা সম্পন্ন হয়ে পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ইভেন্ট : লং জাম্প ও হাই জাম্প পরিক্ষা ময়মনসিংহ পুলিশ লাইনস্ মাঠে সম্পন্ন হয়েছে।

ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে শেরপুর জেলার প্রার্থীদের ২য় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ মহোদয় এবং শেরপুর জেলার প্রার্থীদের নিয়োগ বোর্ডের আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, মহোদয়।

এছাড়াও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহোদয়, ২য় দিনের কার্যক্রম শেষে প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ ১১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখে সকাল ৮ ঘটিকায় ময়মনসিংহ পুলিশ লাইনস্ মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান। শেরপুর জেলার প্রার্থীদের ২য় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।