আবুল হাশেম | রাজশাহী ব্যুরো: সমাজের অবহেলিত নিপিড়ীত শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু।
ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ( ২২ জুলাই ) বিকেলে উপজেলা চত্বরে চেয়ারম্যান অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু তার নিজ অর্থায়নে শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেন।
এই সকল হুইল চেয়ার প্রকৃত যাদের প্রয়োজন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের খুঁজে বের করে তাদের হাতে পৌঁছে দিয়েছেন তিনি।সেই সাথে আগামীতেও তার এই কার্যক্রম চলোমান থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।