বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে বাজছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের গান ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’। আর এর সঙ্গে নাচছে বিদ্যালয়ের ছাত্রীরা। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এমন একটি ২০ সেকেন্ডের ভিডিও ফেসবুকে এরই মধ্যে ভাইরাল।

গত রোববার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ওইদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

প্রতিযোগিতার পাঁচদিন পর গতকাল শনিবার ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে ছাত্রীরা। আর অনুষ্ঠানের মাইকে বাজছে ‘এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ; ১৬ কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন; জয় বাংলা, জিতবে এবার নৌকা।

এদিকে, এই ঘটনা তদন্তে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম বলেন, ‘ওইদিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুল মাঠে আনন্দ করছিল। এই সময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎই তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক ওই গানটি বন্ধ করে দেওয়া হয়।’

প্রধান শিক্ষিকা বলেন, তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন