নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি : দীর্ঘ দুই বছর করোনার কারনে বন্ধ থাকায় বাংলাদেশ এর স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ)বিকালে বেনাপোল আন্ত- র্জাতিক চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত এ রিট্রিট সিরিমনি অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির উপ-মহাপরিচালক ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডার মো. ওমর সাদিক, সেক্টর কমান্ডার মামুন অর রশিদ ও ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. সৈয়দ মনোয়ার সিদ্দিক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ডিআইজি এন. চাতুরভেদি, ১৭৯ বিএসএফ এর কমান্ডিং অফিসার কর্নেল তাশমিকান্ত ও কর্নেল এসতাভার সিং।
বিজিবির উপ-মহাপরিচালক মো. ওমর সিদ্দিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাই। দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটি যেকোনো মূল্যে রক্ষা করবো। রিট্রিট সিরিমনি’ প্যারেডে বিজিবি-বিএসএফ এর কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উভয় দেশের সর্বস্তরের জনগণ দর্শনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।