মুস্তাফিজুর রহমান
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে অসুস্থ্য রোগীদের হাসপাতালে পৌছে দেয়ার জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে জামালপুর পৌরসভা। আজ সকালে জামালপুর পৌরসভা প্রাঙ্গনে হ্যালো মেয়র এ্যাম্বুলেন্স সার্ভিস নামে এই সেবার উদ্বোধন করা হয়। পৌর মেয়র মো: ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ। উদ্বোধনকালে মির্জা আজম বলেন, করোনার এই সংকটে ঈদের আগেই অসহায় দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর পৌর এলাকার মধ্যে হ্যালো মেয়র এ্যাম্বুলেন্সটি অসুস্থ্য রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌছে দিবে, প্রতিদিন ২৪ ঘন্টা এই সেবাটি চালু থাকবে।
১৯.০৭.২০২১
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।