বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলের পরিচালক ও শিক্ষক-শিক্ষিকাগণের আয়োজনে সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারী প্রণোদনা প্যাকেজের আওতাভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় ঢাকামোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুলের পরিচালক আলহাজ্ব সাহেদ আলী সরকার, প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ, সহকারী শিক্ষক শাহীন ইসলাম, আব্দুল লতিফ, রোকসানা পারভীন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।