নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যেকে সামনে রেখে সমবায় বিভাগ, উপজেলা প্রশাসন ও সমবায়ীবৃন্দ বিরামপুর দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
(৬ নভেম্বর) গতকাল শনিবার সকাল ১১টায় সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সমবায় দিবস পালিত হয়।
সমবায় বিভাগ, উপজেলা প্রশাসন ও সমবায়ীবৃন্দ বিরামপুর দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইজিবাইক মালিক-চালক সমবায় সমিতির সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর থানার তদন্ত (ওসি) মতিয়ার রহমান, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ধানজুড়ি এগ্রিকালচার কো-অপারেটিভ সোসাইটির সভাপতি কেরবিন হেমব্রম, ইজিবাইক মালিক-চালক সমবায় সমিতির সম্পাদক মুরাদ হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মোন্নাপাড়া সুরভী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং ধানজুড়ি এগ্রিকালচার কো-অপারেটিভ সোসাইটিকে এ বছরের শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কারের পাশাপাশি বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমকে শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি খায়রুল আলম রাজু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।