বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় মোটর শ্রমিক ও কুলি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৮ জুলাই) বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণের ভার্চুয়ালী শুভ উদ্ধোধন করেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র আককাস আলী।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ড, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওসার আলী, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,নির্বাচন অফিসার আতাউল হক,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বিরামপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, কার্যকরি সদস্য আলী হোসেনসহ বিরামপুর উপজেলার মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও কুলিরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সমসাময়িক ভাবে কর্মহীন হয়ে পড়া ২শ ৭০টি মোটর শ্রমিকের পরিবার ও ৯২টি কুলি পরিবার সর্বমোট ৩৬২ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১কেজি আটা, ১কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি চিনি, ১কেজি লবণসহ ১প্যাকেট সেমাই বিতরণ করা হয়।