‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে বিশ্ব পানি দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও পানি উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় সোমবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
র্যালিটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহজাহান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মুহিত কুমার দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান, জেলা খাদ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো মেরাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পানির অপচয় রোধ করতে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।পানির সবচেয়ে বড় উৎস বৃষ্টির পানিকে সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করার দিকেও জোর দেওয়ার দাবি জানান তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।