তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৪ হাইব্রিটের নাম বাদ দিয়ে ৬৬ জন আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশিদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোট ৭০ জন। ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক যে ভাবে নামের তালিকা উপজেলা আ’লীগের কাছে দিয়েছেন।
উপজেলা আ’লীগ ওই নামের তালিকার মধ্যে ৪ জন হাইব্রিটের নাম বাদ দিয়ে ৬৬ জনের নামের তালিকা ফরিদপুর জেলা আ’লীগের সুপারিশ করে উপজেলা আ’লীগ শনিবার (১৩ নভেম্বর) কেন্দ্রে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, এর আগে বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় প্রতিক না দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে। সে সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আ’লীগ এই উপজেলায় নৌকা প্রতিক না দিয়ে নির্বাচন দেওয়ার জন্য একটি আবেদনে জেলা কমিটির সুপারিশ করে নামের তালিকার সাথে কেন্দ্রে জমা দেওয়া হবে। এই উপজেলায় আগামি ২৩ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।