তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়ার পর থেকে ছাপাখানাগুলোর মালিক ও কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়েছে। তারা রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।
এদিকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ও তাদের লোক পোস্টার নিতে ভিড় করছে ছাপাখানা গুলোতে। কে আগে পোস্টার নিয়ে এলাকায় টানাবে। আস্তে আস্তে সাদা কালো পোস্টারে প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লাই ছেয়ে যাচ্ছে। বোয়ালমারীতে তিটি ছাপাখানা রয়েছে। ডাকবাংলো মোড়ে ডিজিটাল সুলতান প্রেস,
ডাকবাংলো সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন ডিজিটাল আদর্শ প্রিন্টার্স ও ছাগল হাটা সালামিয়া আর্ট প্রেস রয়েছে। কয়েকজন প্রার্থীর সাথে কথা বললে তারা জানান, সাদাকালো বড় ১ হাজার পোস্টার ছাপাতে নিচ্ছেন ২ হাজার টাকা, ১ হাজার হ্যান্ডবিল সাদাকালো ছাপাতে নিচ্ছেন ৫শ’ টাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।