বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কোষাডাঙ্গা এলাকার একটি মুরগির খামার থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে রবিউল ইসলাম রবিন (৩০) নামের এক মাদক কারবারিকে ১০৫ পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গ্রেপ্তারের ঘটনায় রবিবার সকালে মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক (খ-সার্কেল) মো. রাজা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বর ৭।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল রাত সাড়ে ৯টার দিকে কোষাডাঙ্গা এলাকা থেকে রবিউল ইসলাম রবিনের ভাড়া করা মুরগির খামারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাসী করে প্যান্টের পকেট থেকে ১০৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, মাদকসহ রবিউল ইসলাম রবিন নামের এক মাদক কারবারিকে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারের ঘটনায় মাদক মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।