তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ীতে ২০ বছরের ভেঙ্গে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা এ বছরে জাকজঁমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, কয়েক যুগ আগে তেলজুড়ীতে জাকজঁমক ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। সে সময় নৌকা বাইচে ৪০ থেকে ৫০ টি নৌকা বাইচে অংশগ্রহন করতো। পরে বিভিন্ন সমস্যার কারনে মেলা ভেঙ্গে দেওয়া হয়। এ বছর আবার সাবেকের মত জাকজঁমক মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম সাধারন সম্পাদক ও মেলা কমিটির সভাপতি খন্দকার ওমর হাফিজ মুক্তির সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, শেখর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, সাবেক চেয়াম্যান রইসুল ইসলাম পলাশ, শেখর ইউপির আ’লীগের সভাপতি এনএন জামাল, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ শাকির আহমেদ সাকু, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি মো. ওবায়দুর রহমান সরদার। নৌকা বাইচে অংশগ্রহনকারীদের প্রথম ও দ্বিতীয় স্থানকারীদের ফ্রিজ, তৃতীয় স্থানকারীকে কালার টেলিভিশন। বাকি সকলকে শান্তনা পুরুস্কার দেওয়া হয়।