ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘কেল্লা বাবার’ মাজার থেকে অজ্ঞাত পরিচয়ে (৭০) এক বৃদ্ধা ভক্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজার থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খরমপুর কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম জানান, ওই নারী মাজারের ভক্ত। ‘কেল্লা বাবার’ মাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করতেন তিনি।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ওই নারী মাজারের আশেকান। কিছু দিন ধরে তিনি মাজারে অবস্থান করছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার নাম-পরিচয় উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।