বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে এ উপলক্ষে বনপাড়া বাইপাস মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ও টাউন ইন্সপেক্টর কেরামত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মটর মালিক সমিতির সভাপতি প্রফেসর আব্দুর করিম, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বনপাড়া পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন ও বোরহান উদ্দিন ভুইঁয়া, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা ব্যাপারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমুখ। সভায় বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।