জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ
ভারতে বসবাস করা দুই ভাই অসুস্থ্য বাবাকে দেখতে গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ছিলিমপুর গ্রামে আসায় শনিবার (৫ জুন) বিকাল সাড়ে ৩টায় ওই গ্রামের সেনবাড়ীর ১২টি ঘর লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, ভারত থেকে দুই ভাই রঞ্জিত সেন(৪০) ও বিপ্লব সেন(৩৬) গত ৩ জুন(বৃহস্পতিবার) ছিলিমপুর গ্রামের সেনবাড়ীতে তাদের অসুস্থ্য বাবা বিশ্বনাথ সেনকে দেখতে আসেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবগত করে। পরে তিনি সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে ফাতেমা সিদ্দিকী এবং কালিহাতী থানার পরিদর্শক(ইন্সপেক্টর) রাহেদুল ইসলাম শুক্রবার (৪ জুন) সেখানে গিয়ে বিপ্লব সেনের নমুনা সংগ্রহ করেন।
৫ জুন(শনিবার) তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এ জন্য সেনবাড়ীর ১২টি ঘর লকডাউন ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, করোনা ভাইরাসটি ভারতীয় ধরণ কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা দুই ভাই বাংলাদেশে আসার আগে নমুনা দিয়েছিলেন। সে সময় তাদের নেগেটিভ এসেছিল বলে তারা জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, কালিহাতীর সেনবাড়ী থেকে সংগ্রহ করা নমুনাটি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফলাফলএলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।