জিএম, ভালুকা প্রতিনিধিঃ বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জম্ন বার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
বঙ্গমাতার ৯১ তম জম্ন বার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ আগষ্ট রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুম থেকে ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যুক্ত হয়।
কনফারেন্স শেষে সেলাই মেশিন বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ,উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ সালমা খাতুন ,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ ,উপজেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।