মোঃ মিজানুর রহমান বাহার, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে গতকাল সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করা যায়নি। লাশের স্বজনদের না পেলে ময়না তদন্ত ও আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে।

এদিকে স্থানীয়রা বলছেন- নিহত ব্যক্তির বাড়ি গাজীপুর জেলায়। তিনি স্বর্ণের দোকানে কয়লা সরবরাহ করতেন