মিজানুর রহমান মিলন, শেরপুরঃ ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত আরও একজনকে চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে মিনি পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে সেটিকে বের করে আনা হয়।

এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সড়ক দূর্ঘটনায় শেরপুরের শফিকুল ইসলাম (৫৫)নামে এক লোক মারা গেছেন। শফিকুল ইসলামের বাড়ী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী গ্রামে। তার এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।