নানা আয়োজনে মণিরামপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলে মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা, বৃক্ষরোপন কর্মসূচী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায়-দূস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিবসটি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। পরে উপস্থিত সকলকে কেক খাওয়ানোসহ পৌর শহরে র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগনেতা ডাক্তার আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান রিপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আজিম, বাবুলাল চৌধুরী, সুমন দাস, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলঅম রবি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।