নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান ও কাউন্সিলর সুমন দাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মণিরামপুর পৌরসভার ২নং-গাংড়া-মহাদেবপুর-জয়নগর ওয়ার্ড এলাকাবাসির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার সন্ধ্যায় পৌর এলাকার গাংড়া গাংড়া গস্খামে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান।

পৌর যুবলীগনেতা কাউন্সিলর সুমন দাসের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় ওয়ার্ডবাসি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ওয়ার্ডের একটি রাস্তার সংস্কার কাজের শুভ উদ্ভোধন করা হয়।