সদর ইউনিয়নে লকডাউন সফল করতে সদা তৎপর গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি। যশোর জেলাসহ মণিরামপুর উপজেলায় কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ ও মৃত্যু হার বৃদ্ধি পাওয়ায় ৭দিন কঠোর লকডাউন ঘোষনা দিয়ে গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যশোর জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় সর্বাত্মক লকডাউন পালনে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশক্রমে পৌরশহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহল দিতে দেখা গেছে।
সে মোতাবেক মণিরামপুর সদর ইউনিয়নের গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি দল তৎপরতার সহিত ইউনিয়নের হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে জনসচেতনতা মূলক প্রচার, সরকারি বিধি নিষেধ মেনে চলা, সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ব্যাতিরেকে ঘরে থাকা, বিশেষ প্রয়োজনে বাড়ীর বাহির হলে মাস্ক পরিধান করাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছেন।
প্রচারণাকালে সদর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য হাদী উজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু সরকারী নিদের্শনা নয়-আমরা দেশের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য সর্বদা জনগণের পাশে থেকে সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে কাজ করে যাবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।