রাকিবুল হাসান,মনপুরা প্রতিনিধি: ভোলার দ্বীপ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়ে ১৫ই আগষ্ট শোক দিবস ও নবনির্বাচিত মেম্বারদের বরণ উপলক্ষে দোয়া ও মিলাদ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১২ই) আগষ্ট  সকাল ১১টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।কোরআন তেলওয়াত এর মাধ্যমে ও নবনির্বাচিত মেম্বারদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। নবনির্বাচিত সকল মেম্বারদের নিয়ে সভা করে সকলের সহযোগীতা চেয়ে পরিষদের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরীক সহযোগীতা কামনা করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদে তিন তিন বারের  নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী।নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাঈদ আহম্মেদ, ৩য় বারের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য আঃরব তালুকদার,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহে আলম বেপারি,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেখ, যুবলীগের সাধারণ সম্পাদক লিটন হায়দার,উপজেলা বন ও পরিবেশ সম্পাদক আবদুল মন্নান ডাক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান  গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল মতিন।
নবনির্বাচিত দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল  দোয়া ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে পরিষদের কার্যক্রম শুরু করেন।