ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩ টায় উপজেলার খেদাপাড়া বাজার সমিতির উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের সভাপতি সরদার ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস.এম আব্দুল হক, খেদাপাড়া মাতৃভাষা মহা বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাসানুল বারী, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ইয়াহিয়া রাজু, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, লক্ষণ পাল, শফু ফকির, আওয়ামী লীগের সভাপতি গাজী হাবিবুর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমির হোসেন, ইউপি সদস্য ইকরামুল হোসেন, সাধন কুমারসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।