আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১।
এরই ধারাবাহিকতায় মনিরামপুর থানার ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ০৬নং ওয়ার্ডে আসছে নতুন চমক
সাবেক ছাত্রনেতা মোঃ শামীম আক্তারকে ০৬ নং ওয়ার্ডের মেম্বার হিসাবে দেখতে চাই এমনটাই চলছে জনমুখে। জননেতা জনাব শামীম আক্তার তিনি জনসেবাকে ব্রত হিসাবে নিয়েছেন। তিনি শুধু দুর্বাডাঙ্গা ইউনিয়নে নয়, পুরো উপজেলা ব্যাপী পরিচিত ও সুনাম রয়েছে তার। সমাজসেবক হিসাবেও নিজ এলাকায় দারুণ জনপ্রিয় এই যু্বক। ছাত্র রাজনীতিও করছেন অনেক আগে থেকে।
এবার উক্ত ইউপি নির্বাচনের ০৬ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে নাগরিক সেবা ওয়ার্ডবাসীর দোড়গোড়ায় পৌঁছে দিতে চান তিনি। এলাকাবাসীর সাথে কথা বললে অনেকেই বলেন “শামীম অত্যন্ত নম্র-ভদ্র একটি ছেলে, তার মত ছেলেরা নির্বাচন করতে চাচ্ছে এটা অনেক আনন্দের একটি বিষয়। জনাব শামীম আক্তার পাশ করে মানুষের সেবা করতে চান”
এব্যাপারে শামীম আক্তার বলেন,“আমি জনগণের প্রকৃত সেবক হতে চাই, জনগণ যেটা ভালো মনে করে আমিও সেটাকে ভালো মনে করি। নির্বাচনে পাশ-ফেল আছে। পাশ করলেও জনগণের সাথে থাকব, না করলেও থাকব সেবক হিসাবে জনগণের যতটুকু সেবা করা যায় করে যাবো। সুযোগ পেলে সারাজীবন মানুষের সেবা করব, আর জনসেবা করা আমার বাপ-দাদার রক্তে প্রবাহিত, আমিও তার ব্যতিক্রম নই”।
স্থানীয় মুরুব্বীদের কয়েকজন জানান, “যদিও শামীম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এখন আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত, তারপরেও সে ব্যক্তি হিসাবে সকল রাজনৈতিক দলের কাছে অত্যন্ত প্রিয়। আমরাও চাই শামীম নির্বাচনে পাশ করুক, অবহেলিত ওয়ার্ডবাসীর সেবা করুক”।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।