জাহিদ হোসেন, বসুন্দিয়া প্রতিনিধি:  যশোর-খুলনা মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যশোর জেলার অভয়নগর উপজেলাধীন শেষ সীমানা থেকে শুরু করে সদর উপজেলার ঘুনি রাস্তা পর্যন্ত মহাসড়কের কাজটি স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ এর মাধ্যমে সম্পন্ন করা হয়।

কিন্তু কাজ শেষ করার আগেই সমস্ত রাস্তা জুড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। শুরু হয় রাস্তার দুরবস্থা, কিন্তু অবস্থা সেই আগের মতোই। মহাসড়কের এই অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন।