মরহুম আমির আলী সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান মরহুম আমির আলী সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।৩১ই আগস্ট সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম,পি মহোদয়ের সুযোগ্য কন্যা ডাক্তার শারমিন রহমান অমি, ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম
জেলা আওয়ামী লীগ, সদর শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ, ৩নং বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্যবৃন্দ ও ৩ নং বাজিতখিলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনায় ৩ নং বাজিতখিলা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেন মরহুম আমির আলী সরকারের দ্বিতীয় কন্যা মোছাঃ শাহেদা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।