মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এতে পরিবারে শোকের মাতম চলছে।

মঙ্গলবার (২রা নভেম্বর) উপজেলার নহাটা ইউনিয়নের ইন্দ্রপুর পশ্চিম পাড়ায় বিকাল ৪.০০ ঘটিকার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ঐ এলাকার সৌদি আরব প্রবাসী তারিকুল ইসলামের ছোট ছেলে আব্দুর রহমান (১৫ মাস) বলে জানা যায়।

আরও জানা যায়, গত কয়েক বছর আগে একইভাবে তাঁর মেঝো ছেলে আবদুল হাকিমও (২) মারা গিয়েছিল। সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাওয়ার পর নিহত শিশু আব্দুর রহমান বাড়ির পশ্চিম ঘরে ঘুমিয়ে পড়ে।শিশু ঘুমিয়ে আছে বলে এই ফাঁকে তার মা সহ পরিবারের অন্যান্য সদস্য উঠানে ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকে।

বিকাল ৩ টার দিকে শিশুর পিতা বিদেশ থেকে ফোন দিয়ে কথা বলার এক পর্যায়ে শিশুর কথা জিজ্ঞেস করলে ঘুমিয়ে আছে বলে ঘরে গিয়ে দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করে।

সন্দেহ মূলক বিকালে ৪ টার দিকে বাড়ির দক্ষিণ পাশে রাস্তার সাথে পুকুরের পানিতে নেমে খোজার এক পর্যায়ে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মহম্মদপুর থানা সূত্রেও ঘটনার সত্যতা পাওয়া যায় এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার কাজ চলমান রয়েছে বলে জানা যায়।