মাগুরার মহম্মদপুর উপজেলায় আজ (২৪ জুন) বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেয়া উপহার সাইকেল,শিক্ষা সামগ্রী,নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, শিক্ষা বৃত্তি ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।dkk

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ১৩ জনকে সাইকেল, ৫৬জনকে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরন ব্যাগ,খাতা, কলম, জ্যামিতি বক্স এবং ৪৯ জনকে নগদ অর্থ সহ সর্বমোট ১১৮ জনের মাঝে এই উপহার দেওয়া হয়েছে।dkkএদিকে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রক্ষায় সরকারের লকডাউন ঘোষনায় সিএনজি অটো শ্রমিকদের আয়-রোজগার বন্ধ থাকায় কর্মহীন ৫০ জন অটো শ্রমিকের হাতেও প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এসব অসহায় পরিবারের মাঝে চাল,ডাল ও তেল বিতরন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী,বাংলাদেশ আওয়ামী লীগ মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মান্নান,সহকারী কমিশনার ভূমি জনাব হরেকৃষ্ণ অধিকারী সুমন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন, সাবেক ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহম্মদপুর উপজেলা জনাব মোঃ আব্দুল হাই মিয়া,বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।