মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে বেসরকারি ব্যাংক হিসাবে এনআরবিসি(NRBC) ব্যাংকের পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন হয়েছে আজ ।এই ব্যাংক উদ্বোধনের মধ্য দিয়ে মহম্মদপুরে দীর্ঘদিনের বেসরকারি ব্যাংকের অভাব পুরন হলো।এটিই সর্বপ্রথম কোন বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার(১৯ আগস্ট) দুপুরে মহম্মদপুর সদরের কবির মার্কেটের দ্বিতীয়তলায় এ ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান জনাব আবু আব্দুল্লাহেল কাফী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয়,মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শওকত বিপ্লব রেজা বিকো,সাবেক চেয়ারম্যান গোলাম আজম মিয়া সাবু, সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমূখ।