পটুয়াখালীর কলাপাড়ায় আবুল কালাম (৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত্যু কালাম চাকামাইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামের মৃত্যু বনি আমিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানায়, কালাম ১৬ বছর বয়স থেকে মানসিক ভাসাম্যহীন। বুধবার বাড়িতে কাউকে কিছু না বলেই তিনি বাড়ির বাইরে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পায়নি।
দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করা সেবামূলক প্রতিষ্ঠান অন্যদানের প্রতিষ্ঠাতা মিন্টু মিয়া বলেন, ‘মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে এমন খবর আসে পুলিশের কাছে। পরে পুলিশ আমাদের জানালে আমরা তাদের সহায়তায় লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি। মারা যাওয়া ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোন যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।