![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/kk-8765-2.jpg)
রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন(ভোলা)প্রতি নিধি: ভোলার তজুমদ্দিনের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজারো আলেমের ওস্তাদ ও চাঁদপুর ইসলামিয়া ফাজিল (বি.এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও. মো. মোস্তাক আহাম্মেদ অসুস্থ হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।
তার আশু রোগমুক্তি কামনা করে সামাজিক সংগঠন প্রত্যাশার পক্ষ থেকে বাদ জুমা তজুমদ্দিন উপজেলা জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, মার্কাস মসজিদ, আড়ালিয়া জামে মসজিদ, পালোয়ান বাড়ির দরজার জামে মসজিদ, ঘোষের হাওলা জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও দফাদার বাড়ির দরজার জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন স্ব স্ব মসজিদের ঈমামগন।
এসব মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, প্রত্যাশার প্রতিনিধি মো. ছালেহ উদ্দিন, মো. আরিফ হোসেন, মো. ফিরোজ, মেজবাহ্ উদ্দিন সুমন, জোনায়েদ ইবনে জিয়া, মোরশেদ আলম তৌহিদ, মো. রায়হান কাজি, আবুল হাসেম হাওলাদার প্রমুখ। মিলাদের সকল মুসলিম উম্মার শান্তি কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।