মাগুরা প্রতিনিধিঃ সারাদেশে ২য় ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল ১১ নভেম্বর ২০২১ তারিখে। এই ধাপে
মাগুরার সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে।এতে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিক নিয়ে জয়ী হয়েছে ৯ জন,স্বতন্ত্র হিসেবে ২ জন ও ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে ১ জন প্রাথমিক ভাবে বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা ব্যাপী উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটারগণ। পুলিশ প্রশাসনসহ নির্বাচন পরিচালনা সংক্রান্ত কর্মকর্তাবৃন্দের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেছে। সাধারণ জনতা অবাধে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি হয়েছে। এজন্য তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিতরা হলেন – রাঘবদাইড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, মঘী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাচনা হেনা, জগদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, গোপালগ্রাম ইউনিয়নে অধ্যক্ষ মোঃ নাসিরুল ইসলাম মিলন, চাউলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান, কছুন্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোল্যা, আঠারোখাদা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস, হাজিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী)
এবং হাজরাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ মোজাহারুল হক আখরোট (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী)

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন বেরইল- পলিতা ইউনিয়নে এম এনামুল হক রাজা ও কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুর রহমান টিপু এবং শত্রুজিৎপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি মাওলানা ওসমান গণি বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষিত হয়েছে।