স্টাফ রিপোর্টার: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের স্বাধীন ভাবে জীবন যাপন করার অধিকার রয়েছে, একেই বলে মানবাধিকার, আর মানুষের সেই অধিকার কে সম্মান করা প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। তবে নিজের স্বাধীনতার জন্য অন্যের স্বাধীনতা হনন না হয় সে বিষয়ে সকলকেই সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিউনিকেশন ডাইরেক্টর ও নর্থবেঙ্গল জোনাল কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার তৌহিদুৎ জামান লিখন। ২০শে জানুয়ারী বুধবার বগুড়া অফিস কার্যালয়ে সাংবাদিক দের সাথে মত বিনিময় কালে তিনি আরো বলেন, মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমান ভাবে প্রযোজ্য। এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব যেমন এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা, তেমনি প্রতিটি মানুষের দায়িত্ব মানবাধিকার কে শ্রদ্ধা ও সম্মান করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।