নওগাঁ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী করতে মাঠে নেমেছে পুলিশ।

ফের করোনা ভাইরাসের সংক্রামণ বাড়ছে। করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই সম্প্রতি আক্রান্ত ও মৃত্যুর হারও বেড়েছে।

সংক্রামণ ঠেকাতে আবারও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে পুলিশ।

জনসাধারণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের বিশেষ কর্মসূচি চলছে।

মঙ্গলবার (২৩ মার্চ) উপ‌জেলার বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় যেসব পথচারী, যাত্রী, চালক মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয় মান্দা থানা পুলিশের প্রচারণা টিম। একই সাথে মাস্কবিহীন পথচারী, যাত্রী, চালকদেরকে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শা‌হিনুর রহমান বলেন, হঠাৎ করে আবা‌রো করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।