এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দার জোতবাজার মীরপাড়া এলাকায় একটি গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় থেকে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, অল্প সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কয়েলের আগুনের সূত্রপাত থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কাশেম দেওয়ান ও সদস্যরা।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার মীরপাড়া এলাকার জব্বার হোসেনের গরুর গোয়ালঘরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল জব্বার ও তার স্ত্রী বলেন, হঠাৎ সন্ধ্যা সাড়ে ছয়টায় গরুর গোয়ালঘরে আগুন দেখতে পায়। এতে তিনটি গরু দগ্ধ ও ঘরের আসবাবপত্রসহ আগুনে পুড়ে প্রায় দেড় থেকে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।