কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে আয়েশা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া গেটপাড়া নামক স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুটি প্রাণ হারায়।
আয়েশা মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার আকাশ আলীর মেয়ে।
আয়েশার নানা আব্দুর রশিদ জানান, আয়েশা তার মায়ের সঙ্গে আমাদের এখানে বেড়াতে আসে। সকালে সে রেল লাইনের ধারে খেলা করছিলো। এমন সময় কপোতাক্ষ ট্রেন চলে আসে। ট্রেনের নিচে কাটা পড়ে আয়েশা মারা যায়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, জিআরপি) মনজের আলী জানান, গেটপাড়া থেকে ট্রেনে কাটা একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ২৪ ঘণ্টায় একই ট্রেনে ২ কিলোমিটারের মধ্যে দুজনের মৃত্যু হলো।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্নে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মোফাজ্জেল হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।