আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের খবরে পালিয়েছে আওয়ামী লীগ নেতা আবু হানিফ (২৮)। স্হানীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ ৬নং আদ্রা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক। সে গুজামানিকা গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, একই গ্রামের জনৈক মেম্বারের ২০ বছর বয়সী মেয়ে রোববার সকাল থেকে প্রেমিক আবু হানিফের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। অবস্থা বেগতিক দেখে প্রেমিক আবু হানিফ আত্মগোপন করেছে। এ ঘটনার পর থেকেই আবু হানিফের মোবাইল ফোনও বন্ধ আছে। শত শত উৎসুক জনতা আবু হানিফের বাড়িতে ভিড় করেছে।
ওদিকে প্রেমিকার দাবি তার অন্যত্র বিয়ে হয়ে ছিল। ৯/১০ মাস আগে থেকেই আবু হানিফের সাথে সব ধরণের সম্পর্ক গড়ে ওঠে। আজকেও আবু হানিফের সাথে মোবাইলে কথা হয়। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে এনেছে। তার পিতা-মাতা আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাই সে পালিয়েছে। তবে আবু হানিফের অভিভাবকরা কোন মন্তব্য করতে রাজি হননি।
বিকেল ৪টার দিকে এ বিষয়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান-ঘটনার কথা জেনেছি। নেতৃস্থানীয়দের নিয়ে বসছি। একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব আসছে। সার্চ কমিটির মাধ্যমে পুরো বিষয়টি পরে জানা যাবে।
অফিসার ইনচার্জ এম.এম. মায়নুল ইসলাম গণমাধ্যমকে জানান-এখনো কোন পক্ষের অভিযোগ পাইনি।