মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা হয়।
আজ বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর মেলান্দহ বাজারে অভিযানকালে ২টি মামলায় ৪,০০০ টাকা জরিমানা ও প্রায় ৮০০০ মিটার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস, মেলান্দহ, জামালপুরের বাস্তবায়নে মোবাইল কোর্টে নিবাহী মেজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুর রহমান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন- মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতে জরিমানা অভ্যহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।