আবু রায়হান(স্টাফ রিপোর্টার): শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর উদ্যেগে বাঘারপাড়া পাইলট স্কুল মাঠ প্রাঙ্গনে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এসময় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতাসহ গর্ভবতী মায়েদের জন্য দুইজন রক্তদাতা প্রস্তুত নিয়ে জনসাধারণকে নিয়ে সচেতন মুলক আলোচেনা করেন সংগঠনের সদস্য বৃন্দরা।
সার্বিক পরিচালনা ছিলো বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম, সাধারন সম্পাদক শেখঃ আশিক,সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন,কোষাধক্ষ্য মাহাবুব আলম,সহ কোষাধক্ষ্য আশিকুর রহমান,প্রচার সম্পাদক রিয়াদ খান,রুহোল আমিন,সহ-রক্তদান বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,নাইম হোসেন,আইসিটি বিষয়ক সম্পাদক রাতুল হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ঐশি,সহ মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার সাথী,সদস্য তারেক হাসান রাতুল সহ অনেকই।
এসময় সংগঠনের সদস্যরা দৈনিক কলম কথার স্টাফ রিপোর্টার আবু রায়হান কে জানান ২০১৯ সাল থেকে মুমূর্ষু রোগীকে রক্তদানসহ অসহায় মানুষের নিয়ে বিভিন্ন কার্যক্রম করে পরিচলনা করে আসছেন তারা সেই সাথে দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন বলে জানিয়েছে।