শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ি থানার কোনাপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব ১০। র‌্যাব ১০ এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মান্নান হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৬শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয।

অতিরিক্ত আইজিপি ও র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমশিনার শাহ ইফতেখার আহমেদ,র্যাব ১০ এর সিও সাইফুল ইসলাম,ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দীনসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নের্তৃবৃন্দ।

 

কলমকথা/বি সুলতানা