এন এম রায়হান, নিজেস্ব প্রতিবেদকঃ
নারী-পুরুষ কোন ভেদাভেদ নাই,
যোগ্যতা থাকিলে রক্তদানে বাধা নাই-স্লোগানটি সামনে রেখে যশোরের ঝিকরগাছার মেয়ে একা খাতুনের তৃতীয়বার রক্তদান সম্পূর্ণ হলো আজ, জরুরি মুহূর্তে সিজারিয়ান এক মাকে নিজের A+ লাল ভালোবাসা দিলেন যশোর সদর হাসপাতালে, রক্তদান শেষে নবজাতক শিশুকে কোলে নিয়ে অভিনন্দন জানালেন রক্তকন্যা একা, এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার মামাতো বোন রুনা খাতুন(সেচ্ছাসেবী), এন এম রায়হান(সেচ্ছাসেবী)।তার কাছে শোনা হলো যে কেন সে স্বেচ্ছায় রক্তদান করে উওরে তিনি বলেন নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা
খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা,যেমন:হেপাটাইটিস-বি,হেপাটাইটিস-সি, সিফিলিস,এইচআইভি(এইডস) ইত্যাদি জানা যাই তা ছাড়া সে সব সময় এই ভাবে মানুষের পাশে থাকতে চাই,

সবাই রক্তদাতা ও রোগী জন্য দোয়া করবেন