অংবাচিং মারমা রুমা, উপজেলা প্রতিনিধি: বান্দরবানে রুমা উপজেলা পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চলে অসচ্ছল ও প্রান্তিক নারী উন্নয়নের গাভী পালন শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগিদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে।
আজ (১৪ আগস্ট) শনিবার সকালে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এইসব গাভী ৪০ জন নারীদের মাঝে রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই বিতরণ করা হয়।
এ-সময় তিনি বলেন আমাদের রুমা উপজেলা অসচ্ছল ও প্রান্তিক নারীদের প্রতি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,সু-নজরে রয়েছে বলে আজ এই গাভী বিতরণ। এতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাই মারমা ও রুমা উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বরেন ত্রিপুরা ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।