নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

বুধবার ২২ সেপ্টেম্বর বিকালে মাঝিনা- মাইলাবো সড়ক, বরুণা-বসুলিয়া সড়ক, বরুণা বাজারের সেট, তালাশকুট-সুতিরপাড় সড়ক ও বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি ।বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী। সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, ইউপি সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাদীম হোসেন অপুসহ অনেকে।