শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান (২৭) কে গ্রেফতার করেছে র্যাব-১১ । গত ১৫ অক্টোবর রাতে তাকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৬ কেজি গাঁজা এবং ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাব-১১ এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।