মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার রৌমারীতে বিদ্যুতের সংস্পর্শে এসে লুৎফর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান গ্রামের হায়দার আলীর ছেলে। স্বজনরা জানান, বৈদ্যুতিক চায়ের কেতলিতে কে বা কারা পানি দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল লুৎফর তা জানতো না।

তিনি ওই কেতলির পানিতে হাত দিলে তার হাত সেখানে আটকে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সেখান থেকে তাকে ছাড়িয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

লুৎফর রহমানের লামিয়া আক্তার নামের আড়াই বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। ৫ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।