মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভোলার লালমোহনের ২১টি পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআরের খাদ্যশস্য (চাল)-এর ডিও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মণ্ডপ কর্তৃপক্ষের হাতে জিআর চালের ডিও তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি মণ্ডপে ৮ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চন্দ পণ্টি প্রমুখ।