নড়াইলের লোহাগড়ায় ডক্টর স্পেশালাইজ হসপিটাল প্রাইভেট লিমিটেড। এখানে প্রতিনিয়ত ভুল চিকিৎসা সহ ভুল ব্লাড গ্রুপিং করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
শিউলি বেগম নামের একজন মহিলার ব্লাড গ্রুপ করেছে ও নেগেটিভ । এবং হাসপাতালের প্যাডে ও লিপিবদ্ধ করেছে ও নেগেটিভ । অথচ ব্লাড ক্রস ম্যাচিং করার সময় গ্রুপের সাথে মিল না হওয়ায়, ডিজিটাল পিয়াস ডায়গোনিস্ট সেন্টার থেকে পুনরায় ব্লাড গ্রুপিং করলে দেখা যায় ও পজেটিভ। উক্ত বিষয় টি হাসপাতালের ম্যানেজার কে জানালে তিনি বলেন ১৯ সালের রিপোর্ট তো আমরা একটু রেজিষ্টার খুঁজে দেখি। তিনার কথায় মনে হলো বছরে বছরে ব্লাড গ্রুপিং পরিবর্তন হয়।
উক্ত প্রতিষ্ঠানের একজন শিয়ার হোল্ডার সোহাগ তাকে মুঠো ফোনে বিষয়টি জানালে তিনি বলেন এই প্রতিষ্ঠানটি লোহাগড়ার বড় মাপের মানূষ চালায় কাজেই নিউজ হলে আমাদের হাসপাতালের কিছু ই হবেনা। বরং হাসপাতালের প্রচার হবে সু নাম বাড়বে।
শিউলি বেগম বলেন উক্ত ভুল রিপোর্ট অনুযায়ী রোগীর শরীরে যদি ও পজিটিভ ব্লাডের জায়গায় ও নেগেটিভ ব্লাড পুশ করা হতো, তাহলে রোগীর পরিস্থিতি কি হতো? এটা চিকিৎসকদের কাছে ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান রোগীর পরিবার পরিজন।
সাধারণ জনগণ ডক্টর স্পেশালাইজড হসপিটাল প্রাইভেট লিমিটেড সম্পর্কে মন্তব্য করে বলেন আমরা চিকিৎসাসেবা নিতে ভালো কোন ক্লিনিক বা হাসপাতালে ছুটে যায়। অথচ আমাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে অবহেলিত ভাবে দেখে। আরো বলেন এমন ধরনের প্রাইভেট হাসপাতাল বর্জন করা উচিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।