
মনির খান, স্টাফ রিপোর্টার: আসছে ২রা নভেম্বর’২০২১ লোহাগড়া পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী মোঃ গিয়াসউদ্দিন ভুইয়াকে টেবিল ল্যাম্প মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করুন।
গিয়াস উদ্দিন ভূইয়া মহল্লাবাসীর বিপদে আপদে পূর্বেও ছিলেন এখন ও আছেন বাকিটা সময় ও থাকবেন। লক্ষ্য করা যায়, উপকৃত শুধু ৬ নং ওয়ার্ডবাসী ই নয়? উপকার ভুক্ত ভোগী পুরো টা উপজেলা বাসী। এলাকাবাসীগন লক্ষ্য করেছেন, গিয়াস উদ্দিন ভূইয়া তার বিগত ৫ বছরের কাউন্সিলর হিসেবে দায়িত্বভার পালনে জনগণের জন্য কতটুকু করেছেন?
তাতে ওয়ার্ড বাসি লক্ষ্য করেছেন তিনি ১০০% নিজে নিঃস্ব হয়ে হলেও তার ওয়ার্ড বাসীর জন্য পিতৃত্ব সমতুল্য ভূমিকা রেখেছেন। চেষ্টা করেছেন তার গরিব-দুঃখী প্রতিবেশীদের মাঝে এক ই সাথে বেঁচে থাকতে।
দল বল নির্বিশেষে তিনি সর্বস্তরের মানুষের দুঃখের কষ্টের মাঝি ও বটে । তার সাধ্যমত অসহায় মানুষদের মাঝে প্রতিনিয়ত উপকার করে যাচ্ছেন। সর্বোপরি ৬ নং ওয়ার্ডবাসীর জনগন সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া কে সাবেক করতে চাননা, বর্তমান ও ভবিষ্যতের জন্য কাউন্সিলর হিসেবে পেতে চান।
গিয়াস উদ্দিন ভূইয়ার মার্কা, টেবিল ল্যাম্প মার্কা। ভোট দিবেন ভাই কোন খানে টেবিল ল্যাম্প মার্কার মাঝ খানে। এই স্লোগানে মুখরিত গোপীনাথপুর ৬ নং ওয়ার্ড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।